ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দুই দোকান মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বাগেরহাটে দুই দোকান মালিককে জরিমানা

বাগেরহাট: পণ্যের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম রাখার দায়ে বাগেরহাটে দুই দোকান মালিককে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ মে) বিকেলে শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজিম উদ্দিন এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল সালাম খান (৩৫) এবং কেবি এলাকার মতলেব শেখের ছেলে নিয়ামত হোসেন (৩৮)।

তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালতের বিচারক নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিকেলে শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়। এসময় দুটি দোকানে পণ্যের দাম অতিরিক্ত রাখার দায়ে দুই দোক‍ানের মালিককে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।