রোববার (১৪ মে) বিকেলে শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজিম উদ্দিন এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল সালাম খান (৩৫) এবং কেবি এলাকার মতলেব শেখের ছেলে নিয়ামত হোসেন (৩৮)।
আদালতের বিচারক নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিকেলে শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়। এসময় দুটি দোকানে পণ্যের দাম অতিরিক্ত রাখার দায়ে দুই দোকানের মালিককে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনটি