ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফুটপাত নিয়ে চোর-পুলিশ খেলা হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ফুটপাত নিয়ে চোর-পুলিশ খেলা হয় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক/ছবি: সুমন শেখ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ফুটপাত দখলমুক্ত করা নিয়ে উভয় সঙ্কটে মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, ফুটপাতের দখল যেমন আমাদের জন্য সমস্যা, তেমনি হকারদের উচ্ছেদ করাও একটি সমস্যা। গরিব মানুষের একটি বিরাট অংশ এই ফুটপাতে দোকান করেন। তবে রাস্তা বড় করার কাজে যেসব ফুটপাত দখলে আছে সেগুলো দখলমুক্ত করবই।

রোববার (১৪ মে) ডিএনসিসির মেয়র কার্যালয়ে বসে ফেসবুক লাইভ প্রোগ্রামে মিরপুরের এক প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন মেয়র।

আনিসুল হক বলেন, শুধু গুলশান-বনানী নয়।

সব এলাকাই আম‍ার নজরে আসে। কিন্তু সব ‍এলাকাতে এক সঙ্গে কাজ করা সম্ভব না। ফুটপাতে এক ধরনের বাণিজ্য চলে। তাদের পেছনে প্রায়শই কোন ন‍া কোন শক্তিশালী লোক থাকেন। আজ উচ্ছেদ করি তো কাল দখল করে। আসলে ফুটপাত নিয়ে চোর-পুলিশ খেলার মতো অবস্থা।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।