ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাড়ে ১০ লাখ রিকশার লাইসেন্স নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সাড়ে ১০ লাখ রিকশার লাইসেন্স নেই ঢাকায় রিকশা, ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৮ হাজারের কিছু বেশি রিকশার লাইসেন্স রয়েছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।

তিনি জানান, বর্তমানে ডিএনসিসিতে ১১ লাখের মতো রিকশা চলাচল করছে, সেই হিসেবে ১০ লাখ ৭২ হাজার রিকশাই লাইসেন্সবিহীন।
 
রোববার (১৪ মে) ডিএনসিসি’র মেয়র কার্যালয়ে বসে ফেসবুক লাইভে অংশ নিয়ে মিরপুরের এক প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন।

ফেসবুক লাইভে মেয়র

আনিসুল হক বলেন, যানজট শুধু হকারের কারণে হয় না। অনেক কারণেই হয়। আমাদের বাস সার্ভিস ঠিক নেই। এছাড়া রাস্তায় রিকশার আধিক্য।
 
আগামী দুই বছরে ৩২টি মাঠ ও পার্ক ব্যবহার উপযোগী করা হবে বলেও জানান মেয়র।

ফুটপাত নিয়ে চোর-পুলিশ খেলা হয়
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।