ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
নিউইয়র্কে দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারে শোকের মাতম

কিশোরগঞ্জ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অদূরে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আতাউর রহমান দুলালের  (৩৭) পরিবারে চলছে শোকের মাতম।

নিহত দুলাল ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর বড়বাড়ির শমসের আলীর ছেলে। তিনি নিউইয়র্কে স্ত্রী আকলিমা খানম জেমীকে নিয়ে বসবাস করতেন।

একই দুর্ঘটনায় গুরুতর আহত মো. আল আমিন মোল্লা ভৈরব পৌর শহরের দক্ষিণ চন্ডিবের এলাকার মোল্লা বাড়ির শওকত আলী মোল্লার ছেলে।

নিহত ও আহত এই দুই পরিবার সূত্রে জানা গেছে, আমেরিকা প্রবাসী ভৈরব শহরের দক্ষিণ ভৈরবপুর এলাকার মতিউর রহমানের মেয়ে আকলিমা খানম জেমীকে ২০১৪ সালে বিয়ে করেন দুলাল। পরে স্ত্রীর সঙ্গে আমেরিকায় চলে যান।

অপরদিকে ২০১০ সালের ডিবি লটারির ভিসায় আমেরিকা যান আল আমিন মোল্লা। ২০১৪ সালে দেশে ফিরে বিয়ে করেন চাচাতো বোন শামসুন্নাহার অমিকে। বিয়ের পর আবারও চলে যান কর্মস্থল আমেরিকায়।

নিহত দুলালের বাড়িতে এখন স্বজনদের ভিড়। দলে দলে ছুটে আসছেন গ্রামের লোকজনও। বাড়ির আঙিনায় বসে আছেন বৃদ্ধা মা জাহেদা খাতুন। মুখে কোনো কথা নেই। পাশেই বসে আছেন বড় ভাই আবু তাহের মিয়া। শেষবারের মতো দুলালের মুখ দেখতে চান পরিবারের লোকজন।

এদিকে ভৈরব শহরের দক্ষিণ চন্ডিবের এলাকার মোল্লা বাড়ির মরহুম শওকত আলী মোল্লার বাড়িতে আহত আল আমিনের জন্য দোয়া-দুরুদ পড়ছেন পরিবারের লোকজন। আল আমিনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার বড় ভাই মোকাররম মোল্লা।

বাংলাদেশ সময় রোববার (১৪) ভোর পৌনে ৪টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িটিতে থাকা ৪ বাংলাদেশির মধ্যে ভৈরবের আতাউর রহমান দুলাল, ময়মনসিংহ সদরের রায়হান ইসলাম, ঢাকার মাতুয়াইলের শামসুল আলম নিহত হন। এতে গুরুতর আহত হন ভৈরবের আল আমিন মোল্লা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।