ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল

বরিশাল: বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনের মাধ্যমে সাব কমিটি ও সাব কমিটির মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।  

নতুন কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে অ্যাড. এসএম ইকবালকে ও সাধারণ সম্পাদক হয়েছেন মিন্টু কুমার কর।

এছাড়া সহ সভাপতি শুভংকর চক্রবর্তী ও সুশান্ত ঘোষ, সহ সাধারণ সম্পাদক সুর্দশন বিশ্বাস টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ বিনয় ভূষণ মন্ডল, সাহিত্য সম্পাদক অপুর্ব গৌতম, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ পান্থ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, পাঠাগার সম্পাদক মিথুন সাহা, কার্যনিবার্হী সদস্য আক্কাস হোসেন, নজরুল ইসলাম চুন্নু, কাজল ঘোষ, মিজানুর রহমান, কাজী সেলিনা, সুকান্ত মুখার্জী বাবু, সুরঞ্জিত দত্ত লিটু, মোর্শেদ হাসান আনসারী, অপূর্ব অপু, রফিকুল ইসলাম লিংকন, চন্দন দাস, উদয় শংকর দাস ও রফিকুল ইসলাম রিয়াদ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।