রোববার (১৪ মে) বিকেলে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় ‘গাড়ির গতি কমাও জীবন বাঁচাও’ শ্লোগানে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সংগঠক আশরাফ হোসেন নাবব, অ্যাডভোকেট এনামুল হক ও বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানসহ শহরের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ বক্তারা যানবাহন চালকদের গতির সীমারেখা বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। এছাড়া মহাসড়কে নিরাপদ গতিতে যানবাহন চালানোর পরামর্শ দেন।
বক্তারা আরও বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই চালকদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে কোনোভাবেই সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এবং মৃত্যুর মিছিল কমানো যাবে না বলেও উল্লেখ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএস/আরআইএস/জেডএস