ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় পানিতে ডুবে আরো ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
কোটালীপাড়ায় পানিতে ডুবে আরো ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ওই গ্রামের রফিক শেখের যমজ ছেলে মোহাম্মাদুল্লাহ (২) ও আব্দুল্লাহ (২)।

এর আগে দুপুরে একই উপজেলায় আরো দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

এলাকাবাসী জানায়, কোটালীপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে থালা-বাসন ধুচ্ছিল শিশুদের মা। এসময় শিশু দু’টি পুকুর পাড়ে বসে ছিল। এক সময় ম‍ায়ের  অলক্ষ্যে দুই ছেলে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়।

পরে তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুর থেকে শিশুদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুরে একই উপজেলার আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) খেলতে খেলতে সবার অগচরে ঈদগাহের পাশেই আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের পুকুরে পড়ে মারা যায়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএ
** কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।