রোববার (১৪ মে) বিকেলে সদর উপজেলার পতেঙ্গালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লা ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
নিহতের চাচা আলাউদ্দীন বাংলানিউজকে জানান, বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হাবিবুল্লা। বেশ কিছু সময় হাবিবুল্লাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
পরে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ইউজি/জেডএস