সোহেল শিকাদর নামের একজনের প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা ৪ হাজার বাস নামাবোই। তবে ঠিক কবে নামবে সেটা বলা মুশকিল।
আনিসুল হক বলেন, বিআরটিএ’র হিসাবমতে ঢাকায় ৬ হাজার ৩১১টি বাসের রেজিস্ট্রেশন রয়েছে। আর ঢাকার বাইরে অর্থাৎ গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে আসে আরও ২ হাজার ১১২টির মতো বাস। ২শটি কোম্পানির এ বাসের মালিক দুই হাজারের বেশি। আমরা সবগুলো বাস ছয়টি কোম্পানিতে ছয়টি রুটে চালানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এটি হলে আশাকরি বাসে শৃঙ্খলা ফিরে আসবে। যে চার হাজার বাস নামাবো তার মধ্যে নারীদের জন্য আলাদা বাস থাকবে। এছাড়া থাকছে ১ হাজার এসি বাস।
**** সাড়ে ১০ লাখ রিকশার লাইসেন্স নেই
অপর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, নগরে সাইকেলের জন্য আলাদা লেনের কথা একদমই ভুলে যাইনি। আমার চেষ্টা করছি কিছু কিছু জায়গায় সাইকেল চালানোর ব্যবস্থা রাখতে। এটি করতে পারলে যানজট অনেকটাই কমবে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএম/এএ