রোববার (১৪ মে) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-১) আদালতে হাজির হলে তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক মো. নজরুল ইসলাম তাদের কারাগারে পাঠাতে পুলিশকে নির্দেশ দেন।
জামিন নামঞ্জুরকৃতরা হলেন- ওসমানীনগরের ৫ নম্বর গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ কয়ছর, কিবরিয়া (৩৮), ইসলাম উদ্দিন (৩২) ও আব্দুল হামিদ (৩৩)।
২০১৫ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসি মোস্তাফিজুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান তিনি।
এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান আতিকসহ ৭/৮শ’ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার ওসি (তদন্ত) অকিল উদ্দিন আহমদ ১৩১ জনকে অভিযুক্ত এবং এজাহারভুক্ত ১৫ জনের অব্যাহতি প্রার্থনা করে আদালতে চার্জশিট দেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনইউ/এএ