মামলার অপর আসামি বাহার ওরফে বাহা উদ্দিনকে (৩৫) অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৪ মে) বিকেলে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঞাঁ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লোকমান সিলেটের জৈন্তাপুর থানার নিজপাট এলাকার পানিয়ারা গ্রামের আতাউর রহমান আতার ছেলে।
আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৯ নভেম্বর ১৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল জেনোসিডিলসহ লোকমানকে গ্রেফতার করে পুলিশ।
২০১৪ সালের ১১ জানুয়ারি মহানগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই বছরের ২২ এপ্রিল থেকে আদালত এ মামলার বিচার শুরু করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএস