ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সিলেটে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

সিলেট: সিলেটে মাদক মামলায় লোকমান আহমদ (৩৫) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অারো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অপর আসামি বাহার ওরফে বাহা উদ্দিনকে (৩৫) অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৪ মে) বিকেলে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঞাঁ এ রায় দেন।


 
দণ্ডপ্রাপ্ত লোকমান সিলেটের জৈন্তাপুর থানার নিজপাট এলাকার পানিয়ারা গ্রামের আতাউর রহমান আতার ছেলে।

আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৯ নভেম্বর ১৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল জেনোসিডিলসহ লোকমানকে গ্রেফতার করে পুলিশ।

২০১৪ সালের ১১ জানুয়ারি মহানগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই বছরের ২২ এপ্রিল থেকে আদালত এ মামলার বিচার শুরু করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।