রোববার (১৪ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কার্যালয়ে বসে ফেসবুক লাইভে এসব কথা বলেন তিনি।
মুস্তাকিম আহমেদ নামে এক ব্যক্তির প্রশ্নের জবাবে মেয়র আরও বলেন, পার্কেও মাদকাসক্তির ঘটনা দেখা যায়।
আরও পড়ুন: ঢাকায় নারীদের জন্য নামবে স্পেশাল বাস
আরিফুল ইসলাম নামে আরেক জনের প্রশ্নে মেয়র বলেন, 'নগর সরকার অলিক কল্পনা। ’ আমরা রাজনৈতিক ভাবে এখনও তৈরি না। তবে আমাদের নগর সরকার লাগবে না। আমাদের দুই সিটিতে বা প্রধান প্রধান সিটিতে যদি ১০০ করে পুলিশ দেয়। তাহলে নগর সরকার লাগবে না। নাগরিকদের জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আসবেই।
শেখ ফারজানা প্রশ্নের জবাবে মেয়র বলেন, বাড়িভাড়া নৈরাজ্য আমার তো কিছু করার নেই। এই বিভাগ আমার না। এটি যে কারা দেখেন সেটিও জানা নেই।
আরও পড়ুন **** সাড়ে ১০ লাখ রিকশার লাইসেন্স নেই
নাগরিকদের নিরাপত্তা জন্য নগর অ্যাপস চালু করা হয়েছে বলে জহিরুল হকের প্রশ্নে মেয়র বলেন, নগর অ্যাপসে ৬টি আইকন রয়েছে। সেখান থেকে আপনার পরিবারের কেউ বিপদে পড়লে সহজেই সহযোগিতা পাবেন। এমনকি ডিএনসিসি’র বিরুদ্ধে কোনো অভিযোগ দিলেও আমার কাছে চলে আসবে। আপনার পরিবারের সদস্যের ফোনেও অ্যাপসটি চালু থাকলে আপনি বুঝতে পারবেন কোথায়, কি অবস্থাতে আছে। এমনকি হোটেল, স্কুল, কলেজ, হাসপাতাল, বাস স্ট্যান্ডসহ সব তথ্য এ অ্যাপসের মাধ্যমে জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএম/এসএইচ