ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি দমনের মতো মাদক ব্যবসায়ীদেরও নির্মূল করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
জঙ্গি দমনের মতো মাদক ব্যবসায়ীদেরও নির্মূল করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ফেনী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেভাবে জঙ্গিবাদ দমন করা হচ্ছে, সেভাবে মাদক ব্যবসায়ীদেরও নিমূর্ল করা হবে। 

তিনি বলেন, মাদক দেশের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ একদিন মেধাশূন্য হয়ে যাবে।

রোববার (১৪মে) সন্ধ্যায় ফেনী শহরের মিজান ময়দানে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে আগের যেকোনো সরকারের চাইতে অধিক তৎপর রয়েছে। মাদক যাতে পাশের দেশ থেকে ডুকতে না পারে তার জন্য দু’শের মধ্যে দ্বিপাক্ষিক কার্যক্রমও চলছে।

এসময় তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি দেশের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। সরকারের পক্ষ থেকে মসজিদের ইমাম, স্কুল কলেজের শিক্ষক ও দায়িত্বশীলদের মাদকের বিরুদ্ধে প্রচারণার কথা বলা হয়েছে।
 
মন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে সমৃদ্ধ করেছেন। দেশে বিদুৎ ও খাদ্য ঘাটতি নেই। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের উন্নয়নের গতি থামাতে পারবে না।

তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।

জঙ্গিবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো আইএস নেই। চক্রান্তকারীরা দেশে আইএস রয়েছে বলে বিভিন্নভাবে প্রচার করে বিভ্রান্ত করছে। ইসলামকে টেররিস্ট হিসেবে চিহ্নত করতে পাকিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমরা ঘুরে দাঁড়িয়েছি। জঙ্গিবাদ নির্মূলে পুলিশ প্রশাসন জীবন দিয়ে প্রতিহত করছে।  

একের পর এক জঙ্গি হত্যা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদকে যেভাবে আমরা প্রতিহত করতে পেরেছি, ঠিক তেমনি মাদককে প্রতিরোধ করতে হবে। যে কোনো ভাবে মাদকসেবীদের পরিত্যাগ করার জন্য পরিবার তথা সমাজের সব স্তরের সহযোগিতা প্রয়োজন। আপনার প্রিয় সন্তান মাদকসেবী কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখুন।

এসময় তিনি জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।

ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগের ডিআইজি মনিরুজ্জামান মনির প্রমুখ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাহ উদ্দিন মাহমুদ’র সভাপতিত্বে ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসএইচডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।