ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ঝিনাইদহে বজ্রপাতে নারীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দুর্গা নারায়ণপুর পুটিয়া গ্রামে বজ্রপাতে বিথী খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়েছে ত‍ার ছেলেসহ দুইজন।

সোমবার (১৫ মে)  সকালে সদর উপজেলার পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিথী ওই গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয় জাহিদ জোয়ার্দার বাংলানিউজকে জানান, সকালে হালকা বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে ওই গ্রামের ওলিয়ারের স্ত্রী বিথি ও তার ছেলে শামীম খেতে উচ্ছে তুলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান বিথি খাতুন এবং আহত হয় তার ছেলে শামীম ও পাশের খেতে থাকা আকরাম হোসেন নামে এক কৃষক।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।