ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাবির পুকুরে ডুবে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ঢাবির পুকুরে ডুবে আরও এক শিক্ষার্থীর মৃত্যু ঢাবির পুকুরে ডুবে নূর উদ্দিন জনি নামে শিক্ষার্থীর মৃত্যু, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে নূর উদ্দিন জনি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

তার বাড়ি নোয়াখালী জেলায়।

বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এই শিক্ষার্থী চানখারপুলে থাকতেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন। সকালে বন্ধুদের সঙ্গে জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যান তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাবির পুকুরে ডুবে ছাত্র মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। তবে আগের বেশিরভাগ ঘটনাই ছিল শহীদুল্লাহ হলের পুকুরে। এবার ঘটলো জহুরুল হক হলের পুকুরে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসকেবি/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।