সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এই শিক্ষার্থী চানখারপুলে থাকতেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন। সকালে বন্ধুদের সঙ্গে জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যান তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাবির পুকুরে ডুবে ছাত্র মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। তবে আগের বেশিরভাগ ঘটনাই ছিল শহীদুল্লাহ হলের পুকুরে। এবার ঘটলো জহুরুল হক হলের পুকুরে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসকেবি/আরআইএস/আইএ