ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফার্মগেটে বাস ভাঙচুর, ৮ শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ফার্মগেটে বাস ভাঙচুর, ৮ শিক্ষার্থী আটক ফার্মগেটে বাস ভাঙচুর-ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা শিকড় পরিবহনের দু’টি বাসে ভাঙচুর করেছেন।

এ ঘটনায় কলেজের আট শিক্ষার্থীকে আটক করে অধ্যক্ষের কাছে নিয়ে গেছে পুলিশ। তারা আর ভাঙচুর না করার কথা দিলে তাদের ছেড়ে দেওয়া হতে পারে বলেও পুলিশ জানায়।

সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, আগের কোনো ঘটনার জের ধরে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা আচমকা শিকড় পরিবহনের দু’টি বাসে ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ফার্মগেট এলাকায় কর্মরত সার্জেন্ট শিল্পী বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিকড় পরিবহনের কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ভাঙচুর হতে পারে বলে ধারণা করছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে’।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, ‘রোববার (১৪ মে) বিকেলে আমাদের কলেজের দু’জন বড় ভাইকে শিকড় পরিবহনের লোকেরা মারধর করেন। এ ঘটনার জেরে ভাঙচুর করা হয়’।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমএ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।