সোমবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ সকল স্তরের কমিটি বিলুপ্ত করে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান বক্তারা।
সংগঠনের সমন্বয়ক মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, গত ০৪ মে পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে।
সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, ‘সময়ের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটি মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা প্রস্তুত আছি। সব ষড়যন্ত্র রুখে দেবো’।
আহাদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সৈয়দ শাহজাহান আলী চৌধুরী, আব্দুস সালাম মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসটি/জিপি/এএসআর