ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে মানববন্ধন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে মানববন্ধন- ছবি: সুমন শেখ

ঢাকা: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকাবাসী মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

সোমবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ সকল স্তরের কমিটি বিলুপ্ত করে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান বক্তারা।

সংগঠনের সমন্বয়ক মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, গত ০৪ মে পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে।

কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষমতা ছাড়েননি। বিভিন্ন টালবাহানা করে ক্ষমতায় এখনও টিকে আছেন। সংগঠনকে কার্যকর করার লক্ষ্যে নতুন নির্বাচনের কোনো বিকল্প নেই।

সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, ‘সময়ের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটি মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা প্রস্তুত আছি। সব ষড়যন্ত্র রুখে দেবো’।

আহাদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সৈয়দ শাহজাহান আলী চৌধুরী, আব্দুস সালাম মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসটি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।