রোববার (১৫) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামালের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।
ট্রাকের হেলপার রুবেল হোসেন বাংলানিউজকে বলেন, গাবতলী থেকে ট্রাকে বালু নিয়ে বাড্ডা যাওয়ার পথে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক কামাল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত ট্রাক চালক কামালের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এজেডএস/আরআইএস/জেডএস