ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সেনানিবাস এলাকায় মলমূত্র ত্যাগ, খোলা মাংস বহনে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
সেনানিবাস এলাকায় মলমূত্র ত্যাগ, খোলা মাংস বহনে জরিমানা

ঢাকা: ক্যান্টনমেন্ট এলাকায় প্রকাশ্যে মলমূত্র ত্যাগ, খোলা অবস্থায় মাংস বহন, বিকলাঙ্গ অঙ্গ প্রদর্শন, মাতলামি, ভিক্ষাবৃত্তি, জুয়া খেলায় ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে সেনানিবাস আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হয়।  

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৯২৪ সালের আইন সংশোধন করে ২৯২টি ধারা থেকে কমিয়ে ২১৮টি ধারা করা হয়েছে। এতে অপ্রয়োজনীয় ধারা বাদ দেওয়া ও নতুন ধারা সংযোজন করা হয়েছে। ৪১টি ধারায় আগের জরিমানা নতুন আইনে বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।