ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রেল শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রেল শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় শাওন (১৮) নামে এক রেল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার  (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী অপর রেল শ্রমিক জাকির হোসেন বাংলানিউজকে জানান, কয়েকজন শ্রমিক রেল লাইনে সিগন্যালের কাজ করছিলেন।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি শাওনকে ধাক্কা দেয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত লাগলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।