গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরের সিনহা গার্মেন্টসে আগুন লেগেছে। সোমবার (১৫ মে) দুপুরে কোচাশহর ইউনিয়নের হোসিয়ারী শিল্প এলাকার সিনহা গামেন্টেসের দ্বি-তল ভবনের নিচ তলায় সুতার গোডাউনে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি দল।
ফায়ার সার্ভিসের টিম লিডার এটিএম গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে দ্বিতল ভবনটির নিচের ফ্লোর সম্পূর্ণ পুড়ে গেছে।
দুপুর পৌনে ২টার দিকে তিনি আরো জানান, আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে। তাই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।