রোববার (১৪ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৫ মে) দুপুর দেড়টায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
রাসেল রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত জুলহাস শেখের ছেলে।
ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, রাসেল রাজবাড়ী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা ছিলো। ওই মামলার প্রেক্ষিতে রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে রাতে তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাসেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনটি