ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুর থেকে আটক নব্য জেএমবির ২ সদস্য রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মহেশপুর থেকে আটক নব্য জেএমবির ২ সদস্য রিমান্ডে

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরের জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবির দুই সদস্য বাড়ির মালিক জহুরুল হক ও তার ছেলে জসিম উদ্দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক জহুরুল হককে ৫ দিনের ও ছেলে জসিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৭ মে (রোববার) মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়ায় একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালালে আত্মঘাতি বোমা হামলায় নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহ ও পুলিশের গুলিতে তুহিন নামে দুইজন মারা যায়।

সেখান থেকে আটক করা হয় বাড়ির মালিক জহুরুল হক ও তার ছেলে জসিমকে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।