ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় শিক্ষার্থীর হাতুড়ির আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
খুলনায় শিক্ষার্থীর হাতুড়ির আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

খুলনা: খুলনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদনানের হাতুড়ির আঘাতে হাসান (১৩) নামে পঞ্চম শ্রেণির আরেক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ হাসপাতালে হাসানের মৃত্যু হয়। শিক্ষার্থী আদনানকে আটক করেছে পুলিশ।

নিহত হাসান মহানগরীর গগণবাবু রোড এলাকার মৃত অহিদুল শেখের ছেলে। আর আদনান নগরীর ট্যাংক রোডের বাসিন্দা।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত হরি বাংলানিউজকে জানান, খুলনার রূপসা এলাকার ইউসেফ স্কুলের ছাত্র হাসান ও আদনান  ১৪ মে (রোববার) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আদনান গ্লাক্সো মোড় এলাকার একটি ওয়ার্কশপ থেকে হাতুড়ি নিয়ে হাসানের মাথায় আঘাত করে। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সোমবার চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নিয়ে যাওয়া পথে তার অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আটক আদনানকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমআরএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।