সোমবার (১৫ মে) দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।
সম্মেলন ২০১৭ উদযাপন কমিটির আহ্বায়ক ডা. এম এ নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, প্রধান বক্তা স্বাচিপের কেন্দ্রীয় মহাসচিব ডা. এম এ আজিজ, সহ সভাপতি অধ্যাপক ডা. মহসিন উজ্ জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান, জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. ফজলে এলাহী খান প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা স্বাচিপের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ