সোমবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
কালীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) পঙ্কজ দত্ত বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদি ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় হুমায়ূনের বাড়িতে অভিযান চালানো হয়।
এদিকে ওই এলাকার এক পরিবার দাবি করছে ওই কঙ্কালটি তাদের নিখোঁজ হওয়া সাখাওয়াত হোসেনের (৩০)। ছয়মাস আগে নিখোঁজ হন সাখাওয়াত। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএস/জিপি/বিএস