ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাক চাপায় রুবেল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।

সোমবার (১৫ মে) দুপুরে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারির রোঘুরামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বাংলানিউজকে জানান, রুবেল স্ত্রী ও সন্তানসহ মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জ যাচ্ছিলেন।

পথে স্থানীয় ভাই ভাই হ্যাচারির মাছ বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।  

পরে স্থানীয়রা রুবেলের স্ত্রী ও সন্তানকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমএএএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।