সোমবার (১৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক ইটালির প্রতিবেশী প্রাচীন এ ক্ষুদ্র রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সান ম্যারিনো একটি প্রাচীন দ্বীপরাষ্ট্র।
তিনি জানান, ১৯৯২ সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়া সান ম্যারিনো ২০০৮ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ পোষণ করছে। তারা ঢাকায় দূতাবাসও করতে চায়।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদের গুরুত্ব দেয়নি। আবার জাতিসংঘের সদস্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চুক্তিও লাগে না। কিন্তু সান ম্যারিনো জানিয়েছে তাদের সংবিধান চুক্তি বাধ্যতামূলক করেছে।
সচিব বলেন, বিভিন্ন ফোরামে নির্বাচনের জন্য আমাদের ভোটের প্রয়োজন হয়। তারা ছোট রাষ্ট্র হলেও তাদেরও একটি ভোট আছে, যা আমরা গুরুত্ব দিয়েছি। তাছাড়া তারা যেহেতু শিল্পসমৃদ্ধ এবং ইউরোপের সার্ভিস সেক্টরে বড় অংশীদার, তাই এতে বাংলাদেশও লাভবান হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএম/জেডএস