ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পিকআপ ভ্যানচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মৌলভীবাজারে পিকআপ ভ্যানচাপায় কিশোর নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশায় থাকা এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার কনকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত কিশোরের নাম নাসির উদ্দিন বাবু (১৪)।

সে মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার মো. আব্দুল আজিজের ছেলে।

আহতরা হলেন- মো. আব্দুল আজিজ (৫০) ও মো. দ্বিন ইসলাম (৩০)। আহতদের গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, দুপুরে কনকপুর এলাকায় একটি পিকআপ ভ্যান সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেয়ার পথে নাসির উদ্দিন মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।