সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের শোরুমটিতে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিউর রহমান।
ওই শোরুমে কি পরিমাণ পণ্য রয়েছে তা হিসেব করে সাময়িকভাবে জব্দ করা হবে বলেও জানান মহাপরিচালক।
রোববার শুল্ক গোয়েন্দা দিনভর আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের ৫টি শোরুমে অভিযান চালায়। অভিযানে শোরুমগুলো থেকে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড জব্দ করে। আর ব্যাখ্যাহীনভাবে সোনা ও ডায়মন্ড মজুদ রাখায় সাময়িকভাবে সেগুলো জব্দ করে কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।
এছাড়া সাময়িকভাবে আটক পণ্য সামগ্রী সরবরাহের বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আপন জুয়েলার্সের মালিককে। এজন্য আগামী ১৭ মে বেলা ১১টায় শুল্ক গোয়েন্দার কাকরাইলে অবস্থিত সদরদপ্তরে কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে।
সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্স সিলগালা
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসজে/জেডএস