ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ৪১ তাজা ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মুন্সীগঞ্জে ৪১ তাজা ককটেল উদ্ধার উদ্ধারকৃত ককটেল-ছবি বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকার বোরহান বেপারীর বাগান থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ককটেল-ছবি বাংলানিউজএ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী বাংলানিউজকে জানান, ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ও ডিবি ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ওসি আরো বলেন,  এ বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।