সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে গুরুদাসপুর থানা পুলিশ।
আটক শাহনেওয়াজ আলী মোল্লা উপজেলার চাঁচকৈর বাজারপাড়ার মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ মামলার কয়েক আসামি রাজধানীর প্রেসক্লাব এলাকায় একটি হোটেলে অবস্থান করছেন।
ওই সংবাদের ভিত্তিতে সকালে শাহবাগ থানা পুলিশের সহায়তায় গুরুদাসপুর থানার পুলিশ সেখানে আগে থেকে ওৎ পেতে থাকে। ঠিক সকাল ৯টার দিকে আসামিরা হোটেল থেকে বেরিয়ে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন।
এসময় তাদের গ্রেফতার করা হয়। সেখান থেকে তাদের নাটোরে আনা হচ্ছে। বিকেল ৫টার মধ্যে পৌঁছালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে সোর্পদ করা হবে। যদি বিকেলের মধ্যে তারা না পৌঁছায় সেক্ষেত্রে থানায় পৌঁছানোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
ওসি আরো জানান, বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১০টার দিকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে মেয়রের সমর্থকরা উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দিতে গেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্য সহ ১০ জন আহত হন।
এ ঘটনায় ওই দিনই মনিরুল ইসলাম (২৮) ও আমিনুল ইসলাম রবিন (২৫) নামে দুইজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। পরে রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাদী হয়ে মেয়রসহ ৬৭ জনের নাম উল্লেখসহ আরো ২শ’জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে মেয়র শাহনেওয়াজ মোল্লাসহ অন্যরা পলাতক ছিলেন।
তিনি বলেন, ওই মামলায় মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ