ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

দাসিয়ারছড়ার মাদক ব্যবসায়ী সেরা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
দাসিয়ারছড়ার মাদক ব্যবসায়ী সেরা কারাগারে দাসিয়ারছড়ার মাদক ব্যবসায়ী সেরা কারাগারে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম সেরাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের আমসা বাজার এলাকায় রোববার (১৪ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে সেরাকে গ্রেফতার করে পুলিশ।

 

গত বছরের ৩০ নভেম্বর কুড়িগ্রাম ডিবি পুলিশ দাসিয়ারছড়ায় সেরার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট জব্দ করলেও তিনি পালিয়ে যান।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, সেরার বিরুদ্ধে মাদকদ্রব্য পাচারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তার খোঁজে ছিল।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।