সোমবার (১৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের আমসা বাজার এলাকায় রোববার (১৪ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে সেরাকে গ্রেফতার করে পুলিশ।
গত বছরের ৩০ নভেম্বর কুড়িগ্রাম ডিবি পুলিশ দাসিয়ারছড়ায় সেরার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট জব্দ করলেও তিনি পালিয়ে যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, সেরার বিরুদ্ধে মাদকদ্রব্য পাচারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তার খোঁজে ছিল।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরআর/এএ