ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভিন্ন ঢাকা দেখতে পাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ভিন্ন ঢাকা দেখতে পাবেন দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি অনুষ্ঠানে মেয়র আনিসুল হক/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, প্রতি মাসেই বদলাচ্ছে ঢাকা। ভিন্ন ঢাকা আপনারা দেখবেনই। ক্ষমতার ৭৩০ দিন অতিবাহিত হয়েছে, সামনে আরও ১ হাজার ৯৫ দিন রয়েছে। এ পর্যন্ত ৩০ শতাংশেরও কম কাজ হয়েছে।

সোমবার (১৫ মে) রাজধানী সোনারগাঁও হোটেলে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র আনিসুল হক এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী মেসবাহউল ইসলাম, প্রধান প্রকৌশলী মেজর জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এমএ রাজ্জাক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মেয়র। তিনি বলেন, অনেকে বলেন ঢাকা বসবাসের অযোগ্য শহর। আমি একমত না, ঢাকা একটি ইউনিক শহর।

উদাহরণ দিয়ে মেয়র বলেন, ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটার ৯২ হাজার লোক বাস করে। এত লোককে ম্যানেজ করা কঠিন। ঢাকা একটি ভিন্ন ধরনের শহর। এক সময় জীবনমানে নিচের দিক থেকে প্রথম সারিতে ছিল, এখন একটু উন্নতি হয়েছে।

গত দুই বছরে ৫৪টি উচ্ছেদ অভিযানে ৪৫০টির মতো বাড়ি (ঘর, দোকান, র‌্যাম্প, সিঁড়ি, ওয়াল) ২৭৬৭টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ৩ লাখ ৩৪ হাজার বর্গফুট রাস্তা ও ভূমি উদ্ধার হয়েছে। একাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তবে অনেক সময় চাইলেও সবকিছু করা সম্ভব হয় না।

কিছু কিছু কাজে নিজের অসায়ত্বের কথা প্রকাশ করে মেয়র বলেন, অনেক জায়গায় কাজ করা অনেক কঠিন। অনেক জায়গায় আমি চাইলেও অনেক কিছু করতে পারি না।

গত দুই বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন তুলে দেওয়া হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, আমরা রাজনীতিবিদদের বাসায় বাসায় গেছি, তাদের অনুরোধ করেছি। তারপরেও যখন শোনেননি, তখন ৭ জনের বিরুদ্ধে মামলাও করেছি। এছাড়া পুরাতন বিমানবন্দরের ওয়াল ভেঙে দিয়ে শক্ত গ্রিল বসানো হয়েছে।

ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। দুই বছরে উত্তর সিটি করপোরেশনের ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত ২৬৪টি অভিযান চালিয়ে ৭৭ লাখ টাকা জরিমানা করেছে।

মশক নিধন সম্পর্কে মেয়র বলেন, এই ব্যাপারটি নিয়ে মেয়র কাহিল, মেয়রের বাড়িতেও মশা আক্রমণ করে। তবে মশক নিধনের জন্য আমরা তৎপরতা আরও বাড়িয়েছি। এবার বাজেটে ২৫ কোটি টাকা রেখেছি মশক নিধনের জন্য।

রাস্তা-ড্রেনের কাজের এত চাহিদা যে কারণে অন্যদিকে খুব বেশি নজর দিতে পারিনি বলে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, তবে আমরা যেসব প্রজেকশন দেখিয়েছি তার প্রত্যেকটি বাস্তবায়ন করবো।
 
রাজধানীতে ৩২ টি পার্ক উন্নয়নের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দুটি পাঠাগারও করা হয়েছে। এর একটি শাহআলী মার্কেটের সামনে আর একটি রাজাবাজার।

পরিকল্পনা কমিশনের পাশে সোয়া ৩ কিলিমোটার রাস্তায় পৃথক সাইকেল লেন করার পরিকল্পনার কথাও জানান মেয়র।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।