ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ভুরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ভুরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার-ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: নিখোঁজ হওয়ার দুইদিন পর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের কুমারটারীপাড়ার পাগলাহাট ছড়ার পা‌নি‌ থেকে সোহানুর রহমান সোহান (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করছে পু‌লিশ।

সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার ক‌রা হয়। সোহানুর উপজেলার প‌শ্চিম ছাট গোপালপুর গ্রামের বাদল অালীর ছেলে।

ভুরুঙ্গামারী উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়া‌সিন স্থানীয়দের বরাত দিয়ে বাংলা‌নিউজকে জানান, শ‌নিবার (১৩ মে) রাতে সোহানসহ কয়েকজন তার এক বন্ধুর স্ত্রীকে চর দ‌ক্ষিণ তিলাই এলাকার বাড়ি থেকে জোরপূর্বক তুলে অানতে যায়। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ‌ডি‌ঙি নৌকায় করে সবাই পা‌লিয়ে যায়। এরপ‌র থেকে সোহান নিখোঁজ।

সোমবার তিলাই ইউনিয়নের পাগলাহাট ছড়ার পা‌নিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তাপস চন্দ্র প‌ণ্ডিত বাংলা‌নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কু‌ড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।