সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। সোহানুর উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাদল অালীর ছেলে।
ভুরুঙ্গামারী উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, শনিবার (১৩ মে) রাতে সোহানসহ কয়েকজন তার এক বন্ধুর স্ত্রীকে চর দক্ষিণ তিলাই এলাকার বাড়ি থেকে জোরপূর্বক তুলে অানতে যায়। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডিঙি নৌকায় করে সবাই পালিয়ে যায়। এরপর থেকে সোহান নিখোঁজ।
সোমবার তিলাই ইউনিয়নের পাগলাহাট ছড়ার পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এএটি/জেডএস