গাইবান্ধা: গাইবান্ধায় পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) বিকেলে গাইবান্ধা দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি কাচারী বাজারে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলার, জেলা জামায়াতের আমির ডা. আব্দুর রহিম, কৃষক দলের জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ২৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ আদালতে চারজন সাক্ষীকে উপস্থাপন করেন। মামলা চলাকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউছুল আজম ডলার মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া বিচারক দীর্ঘ শুনানি শেষে সোমবার বাকী ২২ আসামিকে খালাস দেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনটি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।