রোববার (১৪ মে) দিনগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্পিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডিব্লিউটিও) ও টেমাসেক ফাউন্ডেশন’র আমন্ত্রণে তার এ সফর।
সংসদ সচিবালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরে ১৫-১৭ মে সিঙ্গাপুরের রাজানাথনাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ-ডব্লিউটিও সেক্রেটারিয়েট বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন স্পিকার।
সফর শেষে আগামী ১৮ মে (বৃহস্পতিবার) তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসএম/জিপি/জেডএস