ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কর্মশালায় যোগ দিতে সিঙ্গাপুর গেলেন স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
কর্মশালায় যোগ দিতে সিঙ্গাপুর গেলেন স্পিকার

ঢাকা: সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১৪ মে) দিনগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্পিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডিব্লিউটিও) ও টেমাসেক ফাউন্ডেশন’র আমন্ত্রণে তার এ সফর।

সংসদ সচিবালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরে ১৫-১৭ মে সিঙ্গাপুরের রাজানাথনাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ-ডব্লিউটিও সেক্রেটারিয়েট বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন স্পিকার।

‍সফর শেষে আগামী ১৮ মে (বৃহস্পতিবার) তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।