ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুর জেলা সাংস্কৃতিক লীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
দিনাজপুর জেলা সাংস্কৃতিক লীগের কমিটি গঠন দিনাজপুর জেলা সাংস্কৃতিক লীগের কমিটি গঠন

দিনাজপুর: বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ দিনাজপুর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে মো. আব্দুল কাদির সভাপতি এবং মাসুদ রেজা হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ মে) দুপুরে এক বার্তায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ এবং সাংগঠনিক সম্পাদক উম্মে ফেরদৌসুল হক আকাশ স্বাক্ষরিত জেলা কমিটির অনুমোদনপত্রে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আন্তর্জাতিক মানবাধিকার ও কনজুমার রাইটস’র জেলা সভাপতি মো. সাইফুল কাদের, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদুল হক চৌধুরী, সহ-সভাপতি মো. আলতাফুজ্জামান মিতা, মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মো. বজলুল রশিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মাসুদ রেজা হাই, সাংগঠনিক সম্পাদক এসএম আলমগীর হোসেন, ডা. মানব চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মমতাজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হিরু পদ্দার, একেএম সফিউদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মাসুদা খাতুন।

এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সন্দীপ রায়সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
‌এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।