ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বগুড়ায় মানববন্ধন মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা। ছবি: আরিফ জাহান

বগুড়া: হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বগুড়ায় মানববন্ধন-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।
 


 
সোমবার (১৫ মে) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
 
সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তফিজ উদ্দিন প্রমুখ।


 
বক্তারা বলেন, এবারের বোরো মৌসুমের ফসল কৃষকের ঘরে ওঠা শুরু হলেও ফলন ভালো হয়নি। ফলন ভাল না হওয়ার পেছনে ভেজাল বীজ, সার, কীটনাশকসহ সরকারি অবহেলা দায়ী। সরকারি অবহেলা ও দুর্নীতির কারণে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওর অঞ্চল ডুবে গেলো। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
সর্বস্ব হারিয়ে কৃষকদের পথে নামার উপক্রম হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।
 
পরে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।