ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ঝড়ে গাছচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
শরীয়তপুরে ঝড়ে গাছচাপায় নারী নিহত

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরপাইয়াতলী গ্রামে ঝড়ের সময় গাছচাপা পড়ে বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ডিএম খালি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ার‌ম্যান মো. জসিম উদ্দিন।

এদিকে, ঝড়ে কাচিকাটা ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৭০টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং ২৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা ও মুন্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম দেওয়ান।

এছাড়া নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বাড়ি-ঘর ও গাছপালা ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মনির মুন্সি।

আহতদের মধ্যে নুরু বয়াতী, মিয়াজুল ঢালী, মানিক মালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, কালবৈশাখী ঝড়ে এক নারী নিহত ও বাড়িঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলেও খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সাময়িক কিছু নগদ টাকা ও চাল বরাদ্দ দেয়া হয়েছে। পরে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।