সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ডিএম খালি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এদিকে, ঝড়ে কাচিকাটা ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৭০টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং ২৫ জন আহত হয়েছে।
এছাড়া নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বাড়ি-ঘর ও গাছপালা ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মনির মুন্সি।
আহতদের মধ্যে নুরু বয়াতী, মিয়াজুল ঢালী, মানিক মালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, কালবৈশাখী ঝড়ে এক নারী নিহত ও বাড়িঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলেও খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সাময়িক কিছু নগদ টাকা ও চাল বরাদ্দ দেয়া হয়েছে। পরে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ