সোমবার (১৫ মে) বিকেলে বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস বাংলানিউজকে জানান, ঝড়ের সময় আমলসার গ্রামে একটি কাঁচা ঘর ভেঙে পড়লে ভেতর থাকা সাজেদা খানম (৩০) চাপা পড়ে মারা যান।
এছাড়া ঝড়ে আমলসার ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক গাছ-পালা উপড়ে গেছে এবং বেশকিছু বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।
এদিকে মাগুরা সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা জানান, সকালে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে এ ইউনিয়নের লক্ষীকান্দর, বেলনগর ও পারন্দুয়ালী গ্রামের দুই শতাধিক গাছ, অর্ধশতাধিক কাঁচা ও সেমি পাকা বাড়ি ঘর বিধ্বস্ত হয়।
গাছ ভেঙে পড়ে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ঝড়ে ৩ শতাধিক একর জমির পেঁপেসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কছুন্দি এলাকার আল-আমিন টেকনিক্যাল অ্যান্ড বিজিনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলী হোসেন জানান, ঝড়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। আশপাশের বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ