ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় ঝড়ে নারী নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মাগুরায় ঝড়ে নারী নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি মাগুরায় ঝড়ে গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি-ছবি বাংলানিউজ

মাগুরা: মাগুরায় ঝড়ে ঘরচাপা পড়ে সাজেদা খানম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় বেশকিছু কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া উপড়ে গেছে অনেক গাছ।

সোমবার (১৫ মে) বিকেলে বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।
 
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস বাংলানিউজকে জানান, ঝড়ের সময় আমলসার গ্রামে একটি কাঁচা ঘর ভেঙে পড়লে ভেতর থাকা সাজেদা খানম (৩০) চাপা পড়ে মারা যান।

তিনি এ গ্রামের সৈয়দ আলীর মেয়ে। দুর্ঘটনার সময় সাজেদা ওই ঘরে একাই অবস্থান করছিলেন।

এছাড়া ঝড়ে আমলসার ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক গাছ-পালা উপড়ে গেছে এবং বেশকিছু বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।

এদিকে মাগুরা সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা জানান, সকালে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে এ ইউনিয়নের লক্ষীকান্দর, বেলনগর ও পারন্দুয়ালী গ্রামের দুই শতাধিক গাছ, অর্ধশতাধিক কাঁচা ও সেমি পাকা বাড়ি ঘর বিধ্বস্ত হয়।

গাছ ভেঙে পড়ে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ঝড়ে ৩ শতাধিক একর জমির পেঁপেসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কছুন্দি এলাকার আল-আমিন টেকনিক্যাল অ্যান্ড বিজিনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলী হোসেন জানান, ঝড়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। আশপাশের বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।