ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাণীনগরে ট্রাক চাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
রাণীনগরে ট্রাক চাপায় কিশোর নিহত

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রাকের নিচে চাপা পড়ে বাধন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৫ মে) বিকেলে উপজেলার কুজাইল বাজারের পাশে মণ্ডলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাধন জেলার আত্রাই উপজেলার চাপড়া গ্রামের এমদাদুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বাধন অটোরিকশা করে কুজাইল বাজারে যাচ্ছিলো। এসময় একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাধনসহ অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাধন মারা যায়।

রাণীনগর থানার উপ পরিদর্শক (এসআই) রইচ উদ্দিন হাজারী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।