সোমবার (১৫ মে) বিকেলে উপজেলার কুজাইল বাজারের পাশে মণ্ডলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাধন জেলার আত্রাই উপজেলার চাপড়া গ্রামের এমদাদুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে বাধন অটোরিকশা করে কুজাইল বাজারে যাচ্ছিলো। এসময় একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাধনসহ অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাধন মারা যায়।
রাণীনগর থানার উপ পরিদর্শক (এসআই) রইচ উদ্দিন হাজারী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনটি