ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রীরা চালকের কাছে আমানত স্বরূপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
যাত্রীরা চালকের কাছে আমানত স্বরূপ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক-ছবি বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, যানবাহনের যাত্রীরা চালকদের কাছে আমানত স্বরূপ। যাত্রীর যানমালের ক্ষতি হলে আমানত খেয়ানতের দায় এড়াতে পারেন না চালকরা।

সোমবার (১৫ মে) বিকেলে লালমনিরহাট জেলার পরিবহন সেক্টরের চালক ও সহকারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পারিবারিক ক্ষতি, আহতদের চিকিৎসা, বিকল যানবাহন মেরামত ও মামলা সংক্রান্ত যে খরচ হচ্ছে তা দেশের জিডিবি'র হারকে কমিয়ে দিচ্ছে।

একটু সচেতন হলেই মানুষ বাঁচবে, দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। তাই চালক ও সহকারী চালকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।

চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা দুর্ঘটনার অন্যতম কারণ হওয়ায় আগামী দিনে গাড়িতে উঠলেই মোবাইল ফোন বন্ধ রাখার শপথ করেন চালক ও সহকারী চালকরা।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং সভাপতি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক।

জেলা ট্রাফিক পুলিশ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং সম্পাদক বুলবুল আহম্মেদ, সহ সভাপতি আশরাফ আলী লাল ও সদস্য আমিরুল ইসলাম।

জেলা পুলিশ লাইন ইন সার্ভিসিং হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালায় চালক ও সহকারী চালকসহ পরিবহন সেক্টরের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।