রোববার (১৪ মে) সন্ধ্যা ৬টায় কারওয়ান বাজারের পেট্রাসেন্টারের ব্লু ইকোনমি সেল-এর সভাকক্ষে আয়োজিত ‘মা সমুদ্র কবিতা লাইভ’। কবিতাপাঠে বাংলাদেশ, ভারত ও প্রবাস থেকে কবিরা সরাসরি যুক্ত হন।
এতে সভাপতিত্ব করেন কবি জাহিদুল হক। উদ্বোধন করেন তিন বাংলার প্রেসিডেন্ট কবি-কথাকার সালেম সুলেরী।
মাকে নিবেদিত কবিতা, গান ও কথা দিয়ে সাজানো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রহিমা আক্তার কল্পনা।
ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত কবি-লেখকদের পাশাপাশি দূর ও প্রবাসের আগ্রহীরা এতে যুক্ত হন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে শুভেচ্ছা বক্তব্য ও মাকে নিবেদিত কবিতা পাঠ করেন পল্লীকবি জসীমউদ্দিন তনয় খুরশীদ আনোয়ার জসীমউদ্দীন, কবি গোলাম মোস্তফার নাতনী কবি অধ্যাপিকা ফরিদা মজিদ, কবি জাহাঙ্গীর ফিরোজ, সরকার মাহবুব, মাহমুদ হাফিজ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ব্লু ইকোনমি সেল-এর প্রধান নির্বাহী লেখক গোলাম শফিক। ‘মা-সমুদ্র কবিতা লাইভ’-এর পটভূমি ও তিন বাংলার পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে কবি সালেম সুলেরী বলেন, তিন বাংলা মা দিবসকে স্মরণীয় করে রাখলো প্রথম অনলাইন কবিতা আসর দিয়ে। ৩৮টি দেশের বাংলা ভাষাভাষি কবি-লেখকেরা এতে সামিল হন। এ ধরনের উদ্যোগে মাতৃভাষা আরও সমৃদ্ধ হবে। তিনি তার ‘আসমুদ্র হিমাচল মা-সমুদ্র আমাদের’ কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে কবি জাহিদুল হক বলেন, মা মানেই আমাদের মুখের ভাষা। সমুদ্রসম ধৈর্য্য, অবদান দিয়ে মা শ্রদ্ধার আসনে আসীন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফারুক ভুঁইয়া। আবৃত্তিতে অংশ নেন বাচিক শিল্পী সীমা ইসলাম, তামান্না ডেইজী প্রমুখ। খ্যাতিমান ১০ কবির মা বিষয়ক লেখনীও অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দেয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরআর