ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বরিশালে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে জয়নাল আবেদিন নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

সোমবার (১৫ মে) আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আবেদিন ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়ার তিমিরকাঠী এলাকার আ. হক হাওলাদারের ছেলে।

ফারুক হোসেন বলেন, বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৭ এপ্রিল সন্ধ্যায় বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডের ধানসিড়ির বাস কাউন্টারের সামনে থেকে ৪শ’ পিস ইয়াবাসহ জয়নালকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি’র এসআই চিন্ময় মিত্র ওই দিনই কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ২৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন বলে সূত্র জানায়।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমএস/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।