সোমবার (১৫ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুষ্মদাম রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজুফা নেত্রকোনার কলমাকান্দা থানার কানপুর এলাকার লালচান মিয়ার মেয়ে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, শিরিরচালা এলাকায় পুষ্মদাম রির্সোটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলো সজুফা। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সজুফা তার বাবা-মার সঙ্গে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতো।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএস/জিপি/জেডএস