ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গ্রিন রোডে ধসে যাওয়া রাস্তায় চলছে ভরাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
গ্রিন রোডে ধসে যাওয়া রাস্তায় চলছে ভরাট গ্রিন রোডে ধসে যাওয়া রাস্তায় চলছে ভরাট-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: রাজধানীর গ্রিন রোডের ১২৩ নম্বর জাহানার গার্ডেনের রাস্তাটির ধসে পড়া অংশ ভরাট করা হচ্ছে। দেবে যাওয়া অংশে ফেলা হচ্ছে বালুর বস্তা।

বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগে জাহানারা গার্ডেন রোডের একপাশ খনন করে কাজ করেছে তিতাস গ্যাস। কিন্তু কাজ শেষে রাস্তায় ঢালাই না দিয়ে শুধু মাটি ও বালু চাপা দেওয়া হয়েছে।

 

সোমবার (১৫ মে) ওয়াসার সুয়ারেজ লাইন ফেটে অতিরিক্ত জলাবদ্ধতার কারণে ধসে পড়ে রাস্তাটি। আর এতে ওয়াসার সাপ্লাই পানির লাইনও ভেঙে পড়ে, একইসঙ্গে লিকেজ হয় গ্যাস লাইন।  

এ বিষয়ে আকাঙ্ক্ষা ডেভেলপার্স কোম্পানির মার্কেটিং ম্যানেজার শেখ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে বৃষ্টির পানি সুয়ারেজ লাইনে প্রবেশ করে। এ পানিতে রাস্তার নিচের বালু সরে যায়। আর এতেই রাস্তাটি ধসে পড়ে।  

গ্রিন রোডে ধসে যাওয়া রাস্তায় চলছে ভরাটরাস্তার পাশেই আকাঙ্ক্ষা ডেভেলপার্স কোম্পানির ১০তলা ভবন নির্মাণের কাজ চলছে। কিছুদিন আগেই পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এখন ভবনের বেজমেন্টের কাজ চলছে।  

তিনি বলেন, সুয়ারেজ ও ওয়াসার পানি ওভারফ্লো হয়ে রাস্তা ধসে পড়েছে। সেইসঙ্গে কনস্ট্রাকশনের ভেতরে পুরো পানিতে তলিয়ে গেছে।  

ঢাকা ওয়াসার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাস্তা ধসের কারণে ওয়াসার সুয়ারেজ লাইন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাপ্লাই পানির দু’টি লাইনও ভেঙেছে।  

ওয়াসা কর্মকর্তারা জানান, রাস্তার নিচে কিছুই ছিলো না, পানিতে সব বালু ধুয়ে গেছে। পাশে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। মূলত বালু সরে যাওয়ায় রাস্তাটি ধসে পড়েছে।  

গ্রিন রোডে ধসে যাওয়া রাস্তায় চলছে ভরাটসরেজমিনে দেখা গেছে, রাস্তার অনেকখানি দেবে গেছে। ট্রাকে করে বালু এনে তা বস্তায় ভরে দেবে যাওয়া অংশে ফেলা হচ্ছে। গর্তের নিচে পানিতে ডুব দিয়ে ওয়াসার পানির লাইনের তল্লাশি করছেন দুই শ্রমিক।  
এ ঘটনায় জাহানারা গার্ডেনের বাসিন্দা অ্যাডভোকেট বিউটি বর্ণা বাংলানিউজকে বলেন, এভাবে রাস্তা ধসে পড়ায় আমরা ঝুঁকির মুখে আছি। রাস্তা ধসের কারণে আমরা ঠিকমতো যাতায়াত করতে পারছি না।  

সোমবার সকাল ৮টা ২০ মিনিটে গ্রিন রোডের ১২৩ নম্বর জাহানার গার্ডেনের রাস্তাটি ধসে পড়ে। রাস্তার আরও কিছু অংশে ফাটল ধরেছে।  
  
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসজেএ/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।