ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে আইজিআর’র রেজিস্ট্রেশন কমপ্লেক্স পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মুন্সীগঞ্জে আইজিআর’র রেজিস্ট্রেশন কমপ্লেক্স পরিদর্শন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় পরিদর্শন করেছেন মহাপরিদর্শক (নিবন্ধন/আইজিআর) খান মো. আব্দুল মান্নান।

সোমবার (১৫ মে) বেলা ১২টার দিকে আইজিআর মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

রেজিস্ট্রেশন কমপ্লেক্স পরিদর্শন করে আইজিআর সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় তিনি রেজিস্ট্রেশন বিভাগে কর্মরত কর্মচারীদের বিভিন্ন দাবি শুনে সমাধানের আশ্বাস দেন।

এসময় আইজিআর’র সঙ্গে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদর সাব-রেজিস্ট্রার মো. সালাউদ্দিন আহাম্মেদ এবং পাঁচ উপজেলার সাব-রেজিস্ট্রারগণ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।