ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ময়মনসিংহে টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন টিসিবি’র পণ্য বিক্রয়

ময়মনসিংহ: আসন্ন রমজান উপলক্ষে বাজার দর স্থিতিশীল রাখতে ময়মনসিংহে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।

এসময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের নির্ধারিত মূল্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল ৮০, ছোলা ৭০ ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রয় করবে টিসিবি।

এসব পণ্য বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।