সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।
এসময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের নির্ধারিত মূল্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল ৮০, ছোলা ৭০ ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রয় করবে টিসিবি।
এসব পণ্য বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমএএএম/জেডএস