সোমবার (১৫ মে) বিকেলে উপজেলার রসুল্লাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল শ্যামনগর ইউনিয়নের চাতলপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বাংলানিউজকে জানান, রসুল্লাবাদ হাইস্কুলের পাশের রাস্তা দিয়ে টাক্টরে করে মালামাল নিয়ে যাচ্ছিলেন সাইদুল। পথে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ